তিনি বলেন, ‘দেশের ভার্সিটিগুলোতে 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট' গানটি জনপ্রিয় হয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’ জুবিন গার্গকে হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে অনন্ত জলিল বলেন, সবাই জানে অনন্ত জলিলের গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট', এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুলতে পারছি না। এ অভিনেতা বলেন, তিনি যেখানেই গেছেন, যে দেশেই গেছেন; সেখানকার ছেলেমেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। কিংবা তারা এই গানসহ তাকে নাচ করতে বলেছেন। জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে বলেও জানান অনন্ত জলিল। জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ বেশ কয়েক দিন হলো মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস...