উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া, সঙ্গে মেঘলা আকাশ। পেসারদের জন্য আদর্শ কন্ডিশনে বল হাতে প্রতিপক্ষের টপ ও মিডল অর্ডার ধসিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। চমৎকার বোলিংয়ে অবদান রাখলেন জাসপ্রিত বুমরাহও। ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে গুটিয়ে ব্যাটিংয়ে ভারতকে ভালো শুরু এনে দিলেন লোকেশ রাহুল। আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দিয়েছে ভারত। পরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১২১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। আর ৪১ রানে পিছিয়ে আছে তারা। ৬ চারে ৫৩ রান নিয়ে খেলছেন ওপেনার রাহুল। ক্রিজে তার সঙ্গী অধিনায়ক শুবমান গিল অপরাজিত ১৮ রানে। সফরকারীদের ব্যাটিংয়ে ধস নামানো সিরাজ ৪০ রানে ধরেন ৪ শিকার। ৪২ রান খরচায় ৩ উইকেট নেন বুমরাহ। দুটি প্রাপ্তি বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভের। ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে এই নিয়ে সবশেষ ১০ ইনিংসের ৯...