ময়মনসিংহ সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের উনাইর পাড় খলিফাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মাদ রফিক আল ইসলামকে হঠাৎ করেই বিদায় দিয়েছে মসজিদ কমিটি। শনিবার মাগরিবের নামাজের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। দীর্ঘদিন ধরে ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন ইমাম রফিক। স্থানীয় মুসল্লিদের দাবি, প্রায় ৯৬ শতাংশ মুসল্লী এখনও তাকেই তাদের ইমাম হিসেবে চান। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি জুমার খুতবায় তিনি সমাজে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া, সুদ ও ঘুষের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে মসজিদ কমিটির সভাপতি, ক্যাশিয়ার ও সেক্রেটারি ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, সভাপতি নিজেই অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছেন। তার প্রভাবেই কমিটির পক্ষ থেকে ইমামকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে কোনো বৈধ কারণ ছাড়াই গত শনিবার রাতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি...