নারীদের বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের বোলিং তোপে তারা ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে মাত্র ১২৯ রানে। জিততে ৫০ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৩০ রান। ব্যাট করতে নামা পাকিস্তানের মেয়েদের শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহাইলকে বোল্ড করেন মারুফা আক্তার। দলীয় ২ রানে গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি। পরের বলে নতুন ব্যাটার সিদরা আমিনকেও বোল্ড করেন মারুফা। তাতে ২ রানেই ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে পাকিস্তানের মেয়েরা।আরো পড়ুন:ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়নারী বিশ্বকাপে জয়ে শুরু অস্ট্রেলিয়ার সেখান থেকে মুনিবা আলী ও রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দেন। কিন্তু ৪৪...