শরৎফারুক মাহমুদ(উৎস: কালিদাস)শরৎ-সুন্দরী আজ পরে আছে গাঢ় সাদা শাড়ি শরৎ মানেই আজ সুদূর শৈশবনাসির আহমেদনগরীর পথে পথে শরৎ সন্ধান করি- শরৎকালের এক সন্ধ্যায় জাহানারা গার্ডেনেআবদুর রাজ্জাকনা না আমার অসীম সুখেও তোমার চোখে জল আসে দেখি: অল্প অল্প করে কেউ যেন ভেসে যায়, কেউ যেন ভাসিয়ে নেয়... আমাদের উঠোনে একটি চাঁদ, শারদীয় চাঁদ নির্ঝর, সেই চাঁদের- তুমি একটি অপূর্ব জুনি, আমার হাতের ভিতরে ছড়িয়ে যাচ্ছো এক আগুনের ভেলায় ভাসিয়ে দিয়ে তোমার অগ্নিযাত্রা সফল করেছো। বাতাসে ভরে আছে উজ্জ্বল সবুজ পাতা। যেগুলো নিচে পড়েছে, সেগুলো উঠে দাঁড়াবে আবার আবশ্যক স্থিরতার শ্বাস নিয়ে। প্রতিটি ব্যাকুল পাতা কম্পমান বৃক্ষ থেকে দেখায় স্বর্গসুখ, শহরতের একগুচ্ছ আনন্দ বেদনাহাসান কল্লোলআহত পরাজয়ে ঝুলছে মেঘের ধূসর জামা শরতের উপলব্ধিহাইকেল হাশমীশরতের বাতাসের গতি ক্রমাগত দুর্বল হয়ে আসছে প্রমাণিত নয়- কীভাবে...