শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি:জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়াকে যশোরের চৌছায় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২ আক্টোবর বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বত্তৃতায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আয়ূব ভূঁইয়া তিনি বলেন, গণমাধ্যম বিগত সময়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করতে পারেনি। ডিজিএফআই, এনএসআই, ডিবির কলে নিউজ ব্রেক করা হয়েছে। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। তিনি বলেন দলীয় লেজুড়বৃত্তি সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে আসেনা। উপস্থিত সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তিক কাজে না লাগানোর জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্শন করেন। তিনি বলেন সাংবাদিকতা করতে হবে, দেশ ও জাতীর কল্যানের জন্য। অর্থনৈতিক গুরুত্ব বহন করে এমন সংবাদ বেশি বেশি করে তুলে ধরতে হবে। তিনি বলেন, সাংবাদিকতা একিটি মহান পেশা।...