বাগেরহাটে ওলামাদলের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজিত করে প্রথম ইসলামী মূল্যবোধের চেতনাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে ওলামাদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ কথা বলেন। আগামী নির্বাচনে ওলামা মশায়েখদের বিএনপিকে ক্ষমতায় আনতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান কৃষিবিদ শামীমুর রহমান শামীম। জেলা ওলামাদলের আহ্বায়ক আলহাজ হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা...