আ’লীগ নিয়ে নির্দেশনা নিজেদের বক্তব্য নয়, দাবি পুলিশ কমিশনারের সিলেট অঞ্চলে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগের তৎপরতায় প্রশাসনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকটি গোপন বৈঠক ও সংঘবদ্ধ কার্যক্রম নজরে আসায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের লোকজন যাতে প্রকাশের থাকতে না পারে’- পুলিশ কমিশনারের এমন একটি আদেশের কপি ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত মঙ্গলবার তিনি গণমাধ্যমকে আদেশে ‘শব্দগত ভুল’ থাকার কথা বললেও বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) তিনি সেই অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগের লোকজন নিয়ে ফেইসবুকে ছড়িয়ে পড়া নির্দেশনাটি নিজেদের বক্তব্য নয় বলে দাবি করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। বিশেষ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ স্থানীয়ভাবে ‘পুনর্গঠন’ ও ‘সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের’ চেষ্টা চালাচ্ছে। তারা সামাজিক...