বিবৃতিতে তারা বলেন,’ গত ২৭ সেপ্টেম্বর ২৫ দুপুর আনুমানিকআড়াইটার দিকে কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় গ্রেপ্তার করা হয় বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে। দুপুর বেলা হঠাৎই একদল পুলিশ সদস্য বাসদের কার্যালয়ে এসে নেতাদেরকে আলোচনার কথা বলে নিয়ে যান। শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের দুটি পৃথক মাললায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে যে তারিখ, স্থান, কর্মসূচি এবং কর্মকাণ্ডের বিবরণ বিবৃত আছে, সে তারিখে এবং স্থানে অন্য একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। এর সঙ্গে উক্ত নেতারা এবং তাদের পরিচালিত সংগঠনের কোনো সংযোগ নেই। উক্ত তারিখে আবু জাফর ঢাকায় ‘বিলস’-এর বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি বাদী পক্ষের দায়ের করা মামলায় আসামির তালিকায়ও তাদের নাম উল্লেখ ছিল না। এই বিষয়গুলো আমলে নিয়ে ২৯ সেপ্টেম্বর আদালত...