দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ঘরে ডেকে তোপ দাগছে ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়নরা টাটকা সুখস্মৃতি সঙ্গী করে সাদা পোশাকে নেমে উইন্ডিজ ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করেছে। মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাহর বোলিং তাণ্ডবে সফরকারীদের সবে ১৬২ রানে গুটিয়ে শেষ বিকেলে ব্যাটেও দারুণ ছুটছে শুভম গিলের স্বাগতিক বাহিনী। আহমেদাবাদে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোস্টন চেজ। প্রথমদিনের দুই সেশনে ৪৪.১ ওভার খেলে প্রথম ইনিংসে অলআউট হয় উইন্ডিজ। জবাবে শেষ সেশনে ৩৮ ওভারে ২ উইকেটে ১২১ রান তুলেছে। ৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে ভারত। ব্যাটিংয়ে নেমে সিরাজ ও বুমরাহর তোপের মুখে শুরুটা ভালো হয়নি ক্যারিবীয়দের। নেপালের সাথে সদ্যই টি-টুয়েন্টির ব্যাটিংয়ের ব্যার্থতা টেস্টেও দেখা দিল দলটির। ৯০ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। চেজ এবং শাই হোপের ৭০...