এরই পরিপ্রেক্ষিতে ক্ষুধার্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কুকুর-বিড়ালকে খাবার খাওয়াতে দেখা যায় ছাত্রদল মনোনীত প্রার্থীদের। এসময় প্রার্থীরা ছাড়াও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, শারদীয় দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় গত ৪দিন ধরে ক্যাম্পাসের ক্ষুধার্ত পশু-পাখিদের রান্না করে খাবার খাওয়াচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, ক্যাম্পাস না খোলা পর্যন্ত তাদের এ কার্যক্রম চলমান থাকবে। খাবারের মধ্যে রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার—যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, তারা অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ঔষধ ও চিকিৎসার ব্যবস্থাও করছেন। ক্যাম্পাসে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের কাছ থেকে খাবার পেয়েই টিকে...