অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর এ কারণেই বাজারে পণ্যমূল্য ক্রমেই বাড়ছে। একই ব্যক্তি যখন রাজনীতি ও ব্যবসা দুই ক্ষেত্রেই সক্রিয় থাকেন, তখন এ সমস্যা আরও গভীর হয় বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) উপদেষ্টা সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের সময় সাধারণ মানুষের হাতে টাকা আসবে, যা বাজারে পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে, তা নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বহু পরিবার দীর্ঘদিন ধরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশে। এই অবস্থার জন্য বাজার ব্যবস্থাপনার দুর্বলতার পাশাপাশি সিন্ডিকেট, রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী...