স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজামুখী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই মানবিক সাহায্যবাহী বহর তেল আবিবের জন্য কোনো হুমকি নয়।ডেনমার্কে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের বৈঠকে সানচেজ জানান, ফ্লোটিলা ইস্যুতে তিনি ও তার সরকার সারারাত জেগে ছিলেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস ইতোমধ্যেই ইসরায়েলি সরকারকে জানিয়েছেন যে কেবল আমাদের নাগরিকদের নয়, ফ্লোটিলার সকল সদস্যের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব।’সানচেজ স্পেনের পক্ষ থেকে কূটনৈতিক সুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করার ঘোষণা দেন এবং ইসরায়েলের পদক্ষেপে এসব অধিকার যেন ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক করেন।তিনি হুংকার দিয়ে বলেন, ‘আমি বহুবার বলেছি—এই ফ্লোটিলা ইসরায়েলি সরকারের জন্য কোনো হুমকি নয়। তাই আমরা আশা করি, ইসরায়েলের পদক্ষেপও...