পূজামণ্ডপে দেখা গেল ঢালিউড তারকা পূচা চেরী রায়কে। তিন দিন তিন রকম সাজে অভিনেত্রীকে মণ্ডপে দেখে উদ্বেলিত সাধারণ মানুষ। এবারের আয়োজন নিয়েও বেশ স্বস্থির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। নবমীর রাতে বনানী পূজামণ্ডপে পূজা চেরীকে দেখা গেছে পার্পেল রংয়ের অরগাঞ্জা শাড়িতে। আঁচল জুড়ে ছিল আকাশি ও বেগুনি সুতার হাতে সেলাই করা ফুল। শাড়িটির মানানসই বেগুনি রঙের ব্লাউজ এবং একটি কালো পুঁতির নেকলেস ও ব্রেসলেট পরেছেন তিনি। বিজয়া দশমীতে তাতের শাড়ি পরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন পূজা। তাতে ছিল লাল জরির পাড়। অভিনেত্রীর হাতে, গলায় ও কানে ছিল গয়না বড় গয়না। এ দিন সিঁদুর মেখে সেলফি তুলেছেন তিনি। নাচ করেছেন মণ্ডপে উপস্থিত সবার সঙ্গে। এর আগেও হালকা লাল সিল্ক পরে মণ্ডপে দেখা গিয়েছিল পূজাকে। কয়েকটি...