ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপের প্রথম ওভারেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন পেসার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে আজ ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট নিয়েছেন মারুফা। এর আগে বিশ্বকাপের ইতিহাসে কোনো বাংলাদেশি বোলারের প্রথম ওভারে জোড়া উইকেট নেওয়ার কীর্তি নেই। এমন রেকর্ডের দিনে পাকিস্তানের মেয়েরা দাঁড়াতেই পারেনি। প্রথম ওভারে ২ রানে ২ উইকেট হারানোর পর পুরো ইনিংসে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয়েছে ফাতিমা সানার দল। শুরুর দিকে মারুফার আঘাতের পর বাংলাদেশের পাঁচ স্পিনারের স্পিন সামলাতে হিমশিম খেয়েছে পাকিস্তানের মেয়েরা। ধারাবাহিক ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৬৯ বল বাকি থাকতেই মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ এমন সূচনা পাবে তা হয়ত কেউই ভাবেনি। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ওভারেই নিজের...