বিনোদন ডেস্কঃপ্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে। সম্প্রতি প্রকাশিত ভারতের ধনী ব্যক্তিদের বার্ষিক তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুসারে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)। তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)। ভারতের ধনী...