নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন পেসার মারুফা আক্তার। প্রথম ওভারেই তিনি নেন ২ উইকেট। পরে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। তাতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। প্রতিপক্ষের শেষ ৩ উইকেট তুলে নেন স্বর্ণা আক্তার। গেল মঙ্গলবার ভারতের মাটিতে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। নতুন বলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে ভড়কে যান পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই শূন্য রানে সাজঘরে ফিরেছেন। দলীয় ২ রানে...