মালয়েশিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠান জাজিরা (এম) এনডিএস বিএইচডি’র সেলসম্যান মো. সোহাগের বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায়। আত্মসাৎ করা টাকা যাতে ফেরত দিতে না হয় সেজন্য নতুন কৌশল অবলম্বন করেন সোহাগ। তিনি জাজিরা (এম) এনডিএস বিএইচডি’র মালিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাজিরা (এম) এনডিএস বিএইচডি’র মালিক মালয়েশিয়া প্রবাসী আজমের ভাতিজা মো. আজিজুল। তিনি আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আজমের আত্মীয় ফয়সাল হাওলাদার, আব্দুল লতিফ, জাহাঙ্গীর হোসেন ও আজিজুল...