ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কোনো নৌকাই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনি নৌ অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। একটি জাহাজ এখনও রয়ে গেছে জানিয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, যদি এটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে এবং অবরোধ লঙ্ঘন করে তবে তাকেও প্রতিরোধ করা...