হলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক কৃত্রিম চরিত্র—ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করা ‘অভিনেত্রী’ টিলি নরউড। তাকে ঘিরে তীব্র সমালোচনা চলছে, ক্ষোভ প্রকাশ করছেন অনেক জনপ্রিয় তারকা। আশঙ্কা, এ ধরনের চরিত্র একসময় বাস্তব অভিনেতাদের কাজ কেড়ে নিতে পারে। টিলিকে তৈরি করেছেন এআই স্টার্টআপ পার্টিকেল ৬-এর প্রতিষ্ঠাতা এলিন ভ্যান ডার ফেলডেন। প্রতিষ্ঠানটি মূলত সিনেমা ও টেলিভিশনের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করে। টিলির রূপ জেনারেশন–জেড প্রজন্মের ইনফ্লুয়েন্সারের মতো—চকচকে ত্বক, বাদামি চুল এবং আত্মবিশ্বাসী ভঙ্গি। ফেব্রুয়ারি থেকে সে ‘অভিনয় ক্যারিয়ার’ নিয়ে পোস্ট করছে, কখনো স্ক্রিন টেস্টের গল্প, কখনো নিজের অভিনয় দক্ষতা নিয়ে গর্ব করছে। যদিও সে বাস্তব মানুষ নয়, বরং একটি কৃত্রিম চরিত্র। এক পোস্টে টিলি লিখেছিল—“২০ সেকেন্ডে আমি দানবদের সঙ্গে লড়েছি, বিস্ফোরণ থেকে পালিয়েছি, গাড়ি বিক্রি করেছি এবং প্রায় অস্কারও জিতে ফেলেছি। সব...