লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। খেলে চলেছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। তবে ঠিকই খবর রাখছেন দেশের ক্রিকেটের। সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। তবে শেষ দুই ম্যাচে অধিনায়ক লিটন দাসকে মিস করার কথা জানিয়েছেন সাকিব। দেশের জাতীয় দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার মনে হয়, সব মিলিয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচ বাদ দিলে পরিকল্পনা সঠিক ছিল। যে ধরনের পিচ ছিল, পাকিস্তান যে পরিস্থিতিতে ছিল ওখান থেকে ওদের ১৩৫ রান করা বেশি হয়ে গেছে। ৫০ রানে ৫ উইকেট, ১১ থেকে ১২ ওভার খেলা হয়ে গেছে, সেখান থেকে অত রান করতে দেওয়া উচিত হয়নি।’ ফিল্ডিংয়ে নিজেদের ভুলের কথা উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমার মনে...