একটি বন্ধুত্বপূর্ণ হ্যান্ডশেককে যদিও সদিচ্ছার প্রতীক হিসেবে দেখা হয়, তবে এটি নীরবে বিভিন্ন ক্ষতিকারক রোগের বাহক হতে পারে। হাত মেলানোর মাধ্যমে এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে সহজেই জীবাণু স্থানান্তরিত হয়, যা নানা ধরনের সংক্রমণ সৃষ্টি করে। তাই হাত ধোয়ার গুরুত্ব বোঝা এবং এই ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ হ্যান্ডশেক থেকে ৭টি মারাত্মক রোগ ছড়াতে পারে: ১. সাধারণ ঠান্ডা (Common Cold): হাঁচি বা কাশির মাধ্যমে ভাইরাস হাতে লেগে থাকে এবং হ্যান্ডশেকের পর কেউ যদি সেই হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করে, তবে সহজেই ঠান্ডা লেগে যেতে পারে। ২. ফ্লু (Influenza): এটি ঠান্ডার চেয়েও শক্তিশালী ভাইরাস যা হাতে কয়েক ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে। সংক্রমিত ব্যক্তির সঙ্গে হাত মেলালে উচ্চ জ্বর,...