বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে মটর গাড়ির মালিক, মটর শ্রমিক ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টার সময় ওই ফিলিং ষ্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তেল কম দেওয়ার অভিযোগ তুলে ঐ ফিলিং স্টেশনটি বন্ধের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন দীর্ঘদিন পরিমামে কম, ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রের বিষয়টি গ্রাহকরা অবগত করলেও কোন পদক্ষেপ নেয়নি পাম্প কর্তৃপক্ষ। ক্রেতারা প্রতারিত হচ্ছে জানার পরও পাম্পটি বাজারের নিকটবর্তী হওয়ায় বাধ্য হয়ে যানবহনের চালকরা জ্বালানি সংগ্রহ করছেন। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো বলেন, কিবরিয়া ফিলিং স্টেশন থেকে বহু আগে থেকে তেল ওজনে কম দেওয়া হচ্ছিলো। সম্প্রতি ধরাপড়ার পর তারা মটর শ্রমিকদের তোপেম মুখে পাম্প বন্ধ করে পালিয়ে...