পাঁচটি ব্যাংক একীভূত হয়ে দেশে প্রথম রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হতে যাচ্ছে। নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দুর্বল এ ব্যাংকগুলোতে গ্রাহকদের আস্থা ফেরাতেই এ উদ্যোগ সরকারের। বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায় এসব ব্যাংকের প্রতি আস্থা ফেরার পাশাপাশি তারল্য সংকটও কাটবে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকে থাকতে হবে পর্যাপ্ত তারল্য। অনিয়ম, দুর্নীতি ও তারল্য সংকটে নুইয়ে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে। যা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। পরিচালিত হবে সরকারি মালিকানায়। এতে গ্রাহকের আস্থা ফিরবে—এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার কোটি টাকার বেশি। যা বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক। তবে বাংলাদেশ...