হেলাল হাফিজ / ৭ অক্টোবর ১৯৪৮; মৃত্যু: ১৩ ডিসেম্বর ২০২৪ হেলাল হাফিজের নাম উচ্চারিত হলেই শ্রোতার মনে এক অদ্ভুত সুর জেগে ওঠে- তা একই সঙ্গে বিরহ বাসনা ও বিদ্রোহের মিশ্র সুর। তিনি এমন এক কবি, যাঁর কাব্যকথা ব্যক্তিগত বেদনা ও সামষ্টিক ইতিহাসকে পরস্পরের সঙ্গে আলিঙ্গন করানোর মাধুর্য দেখায়। মফস্বলে জন্ম নেওয়া এক কিশোর, যিনি শৈশবেই মাতৃহারা; সেই শূন্যতা তাঁর কবিতার প্রথম শ্বাসের সঙ্গে গেঁথে যায়। গ্রামের মাটির গন্ধ, নদীর নীরবতা, মানুষের ক্ষুধা-দারিদ্র্য- এসব অভিজ্ঞতা তাঁর অন্তরে একটি স্থায়ী জাগরণ রচনা করে, যা পরে তাঁর কাব্যকে প্রতিপন্ন করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা পেয়েছেন; সেই অভিজ্ঞতা তাঁর কবিতার ভিতকে ঘন করে, এবং তিনি বুঝতে পারেন যে, কবিতা কেবল ব্যক্তিগত অনুভব নয়; এটি সামাজিক ঐক্যের ভাষাও হতে পারে। তাঁর ঐতিহাসিক...