দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে রোগীরা সুস্থ হওয়ার চেয়ে বেশি সময় আতঙ্কে কাটাচ্ছেন। হাসপাতালের জরাজীর্ণ ভবনের ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। কোনো কোনো সময় রোগীর বিছানায়ও পড়ছে এসব অংশ। ইতোমধ্যে রোগী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে যেসব মানুষ সুস্থতার আশায় হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের প্রথম দুশ্চিন্তাই হয়ে দাঁড়িয়েছে ছাদ ধসে যদি প্রাণ যায়? উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সাড়ে চার লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে গড়ে চার থেকে সাড়ে চারশত রোগী চিকিৎসা নিতে আসেন। ইনডোরে ভর্তি থাকেন প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী। অথচ এত বিপুল রোগীর চিকিৎসা সেবায় রয়েছেন মাত্র চারজন চিকিৎসক। চিকিৎসক সংকটের পাশাপাশি জরাজীর্ণ ভবন এখন রোগীদের জীবনের জন্য বড় হুমকিতে...