০২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম প্রশাসনিক বিভাজনের কারণে দীর্ঘ ১৩ বছর ধরে ভোগান্তি পোহানোর পর গফরগাঁও থানায় অন্তর্ভুক্তির দাবি তুলেছে ময়মনসিংহের ৯নং পাঁচবাগ ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও প্রশাসনিক সেবার জন্য প্রতিনিয়ত গফরগাঁও উপজেলা সদরে যাতায়াত করতে হয়। তৎসময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাদেরকে পাগলা থানার অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয়রা জানান, ২০১১ সালের ৩১ মে সরকারের সিদ্ধান্তে গফরগাঁওকে বিভক্ত করে পাগলা নামে নতুন থানা গঠন করা হয়। ২০১২ সালের ২৩ মে থানার কার্যক্রম শুরু হয় এবং এর আগে ২৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট প্রকাশিত হয়। ওই সময় থেকেই পাঁচবাগ ইউনিয়নবাসী বিক্ষোভ সমাবেশ ও হরতাল করে প্রতিবাদ জানায়। ইউনিয়নবাসীর দাবি, এই সংযোজনের ফলে তারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। থানা পুলিশের কাজে...