০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম ইন্দোনেশিয়ার সিদোয়ারজো শহরে একটি আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়ার ঘটনায় এখনো নিখোঁজ ৫৯ জন। তবে জীবনের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা জানিয়েছে। সোমবার এই দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার সময় শত শত শিক্ষার্থী ভেতরে অবস্থান করছিল। যাদের বেশিরভাগই কিশোর ছেলে। এ ঘটনায় অন্তত ৫ জন শিক্ষার্থী নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যদিও তাদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান। ভবনের অস্থিতিশীল কাঠামোর কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে উঠেছিল। বৃহস্পতিবার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, থার্মাল ড্রোন ব্যবহার করেও ধ্বংসস্তূপের ভেতর কোনো জীবনের চিহ্ন ধরা পড়েনি।...