০২ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। এরআগে সকাল থেকেই নওগাঁয় বিভিন্ন দুর্গাপূজার পূজামণ্ডপগুলোতে বাজে দেবীর বিদায়ের ঘণ্টা। ভক্তরা দলে দলে এসে অঞ্জলি দেন। একদিকে বিসর্জনের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার উৎসবে মেতে উঠে নারী ভক্তরা। জীবনকে রঙিন করে রাঙিয়ে তুলতে প্রতিটি পূজামণ্ডপে ছিল নারীদের সিঁদুর খেলার এ উৎসব। এ সময় ঢাকের বাদ্যে পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর। একযোগে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে নওগাঁ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সাথে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ সময় ভিজতে ভিজতে ভক্তরা পূজামণ্ডপগুলোতে আসতে শুরু করে। পূজামণ্ডপগুলোতে চলছিল দশমীর বিহিত পূজা ও দর্পণের আনুষ্ঠানিকতা। যখন...