০২ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম ৫৩ বছরের অনন্য নিদর্শন হিসেবে একই মাঠে মসজিদ ও মন্দির। একপাশে আতরের সুঘ্রান ও ধূপকাঠিতে পূজা অর্চনা করছেন পূজারিরা। অন্যপাশে নামাজ আদায় করছেন মুসল্লীরা। এযেনে প্রার্থনার সুরে মিলছে সম্প্রীতির বার্তা। এভাবেই দীর্ঘ ৫৩ বছর ধরে ধর্মীয় সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা এলাকার শেনেরহাট বাজার জামে মসজিদ ও সার্বজনীন দুর্গা মন্দির। সরেজমিন দেখা গেছে, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দিরের অবস্থান। প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমকপূর্ন ভাবে ওইস্থানে দুর্গাপূজার আয়োজন করা হয়। এক্ষেত্রে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধতো দূরের কথা, স্থানীয় মুসলিম নর-নারীরা প্রতিবেশী হিন্দুদের পুজা উদযাপনে সহযোগিতা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সম্প্রদায়ের আলাদা ধর্মীয় উপসনালয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে প্রায় ৫৩...