যদিও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ হয়নি, পরে সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে দাবিগুলো পৌঁছে দেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে ভালো ক্রীড়া সংগঠকরা নেই। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন। তাই সময় বাড়ানো, অ্যাডহক কমিটি বা পুনর্নির্ধারিত তারিখ—যে কোনো পথে সমাধান খুঁজে নিতে হবে।’তামিমের অভিযোগ ও বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন সাকিবরফিকুল আরও জানান, ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে কোয়াবের মাধ্যমে অনেক ক্রিকেটার, এমনকি তামিম ইকবালও উদ্বেগ প্রকাশ করেছেন।উল্লেখ্য, মঙ্গলবারই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে অনেকে নির্বাচনের ‘ফিক্সিং’ বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ‘অভিভাবক’ আখ্যা দিয়ে রফিকুল বলেন, ‘আমরা বিশ্বাস...