০২ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামালেন মোহাম্মাদ সিরাজ। বল হাতে ছন্দ ধরে রাখলেন জাসপ্রিত বুমরাহও। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দুইশর আগেই গুটিয়ে প্রথম দিনেই আহমেদাবাদ টেস্টে লাগাম নিজেদের হাতে নিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস ভাগ্যে হাসলেও ব্যাটিংয়ে ভাগ্য সুপ্রসন্ন হয়নি ওয়েষ্ট ইন্ডিজের। দুই সেশনেই স্রেফ ১৬২ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। জবাবে ২ উইকেটে ১২১ রান তুলে প্রথম দিন শেষ করেছে ভারত। দিন শেষে ৮ উইকেটে হাতে নিয়ে আর ৪১ রানে পিছিয়ে স্বাগতিকরা। ৪০ রানে ৪ উইকেট নিয়ে দিনের সবচেয়ে উজ্জ্বল নাম সিরাজ। ৪২ রানে ৩টি শিকার ধরেন বুমরাহ। ২৫ রানে দুটি নেন কুলপিদ ইয়াদাভ। ৪২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় উইন্ডিজ। এরপর...