মানবিক সাহায্য নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়ে অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জানিয়েছে নৌবহরের আয়োজকরা। এদিকে ইসরায়েল জানিয়েছে, গাজাগামী ফ্লোটিলা বহরের ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সব কটি আটক করেছে তারা। নৌবহরের আয়োজকরা জানান, আটক কর্মীদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, আটক ব্যক্তিদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ বহরের কাছে পৌঁছে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে। ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা’জানায়, তারা এখন জায়নিস্ট (ইসরায়েলি) সেনাদের হামলার শিকার। তারা আরও জানায়, ফ্লোটিলার জাহাজগুলোকে অবৈধভাবে...