বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিব (৩৫) ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা ও নিহত সাগর (২৫) রংপুরের বাসিন্দা। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্রাক কাঁচপুর সেতুর ওপর বিকল ছিল। ট্রাকটি অন্য একটি ট্রাকের চালকসহ দুজন মিলে সচল ট্রাকের সঙ্গে বাঁশ ও রশি দিয়ে বাঁধছিল। এ সময় ট্রাকের পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে উভয়ই দুটি ট্রাকের মাঝে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেন। তিনি আরও বলেন, দুজনের লাশ অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া...