বৃহস্পতিবার (২ অক্টোবর) বিসিবি অফিসের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব দাবি জানান। এ সময় রফিকুল ইসলাম বাবুর পাশে ছিলেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া আরেক প্রার্থী আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস এবং ঢাকা বিভাগ থেকে পরিচালক পদের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান। বিসিবির সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এখন যে ভোটের তারিখ আছে, সেটাকে নিয়ম-নীতির মধ্য দিয়ে পিছিয়ে বিষয়টার সমাধান করা যেতে পারে। রিশিডিউল (পুনঃসূচি) করলে যারা যোগ্য আছেন কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা এখানে আসতে পারবেন। তারা কাউন্সিলরশিপ বা মনোনয়ন দাখিলের একটা সুযোগ পাবেন।’ এছাড়া নির্বাচন পিছিয়ে দিয়ে তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন রফিকুল ইসলাম, ‘আমি জানি...