রবীন্দ্রনাথের ঋতুভিত্তিক গানের ক্ষেত্রে দেখা যায় ঋতুগুলোর নানামাত্রিক বৈশিষ্ট্য আনুযায়ী তিনি গানগুলো লিখেছেন। রবীন্দ্রনাথ এক ঋতুর গান অন্য ঋতুতে গাওয়া পছন্দ করতেন না। বর্ষা ও বসন্ত নিয়ে সবচেয়ে বেশি গান লিখলেও অন্য ঋতুগুলোকেও অবহেলা করেননি। তার প্রকৃতি পর্যায়ের গানগুলোয় প্রকৃতির রূপবৈচিত্র্যের যে চিত্র এঁকেছেন কবি, তা এক অনন্য কাব্যিক সৌন্দর্যও বটে। প্রত্যেক কবি শিল্পীর কাছেই কোনো না কোনো ঋতু প্রিয়। রবীন্দ্রনাথে আমরা প্রথমত বর্ষা এবং পরে বসন্তের সগৌরব উপস্থিতি লক্ষ্য করি। জীবনানন্দের প্রিয় ঋতু হেমন্ত। রবীন্দ্রনাথ বর্ষার রূপ-সৌন্দর্যকে মহিমান্বিত করেছেন তাঁর কবিতায়, গানে নানা ভাবে ও ভঙ্গিতে। জীবনানন্দ দাশের কবিতায় সেই বর্ষা ঋতুর বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাঁর ‘এইসব দিনরাত্রি’ কবিতায় আমরা ‘শ্রাবণের নির্গলিত ক্লেদরক্ত বৃষ্টির ভিতর’ দেখতে পাই ‘এ-পৃথিবী ঘুম স্বপ্ন রুদ্ধশ্বাস শঠতা রিরংসা মৃত্যু নিয়ে কেমন প্রমত্ত...