মাদারীপুরের ডাসারে নূরে আলম বেপারী(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নুরে আলম উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাচ্চু বেপারীর ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নূরে আলম বেপারী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজকে ধ্বংস করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার মাইজপাড়া এলাকা থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয়রা আটক করে...