বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাসের কাজে ধীরগতি, দুর্নীতি ও অনিমের অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধাদের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে ঘর গুলোতে। ঘর বুঝে পাওয়ার আগেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এতে করে আনন্দের চেয়ে আতঙ্কিত উপকারভোগীরা। এদিকে সোনাইমুড়িতে এখনো মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের কাজে হাত দেয়নি অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান। বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাস প্রকল্পের দেখ-ভাল করার (ভারপ্রাপ্ত) দায়িত্বে রয়েছেন বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অফিস সূত্রে জানাযায়, মুক্তিযোদ্ধাদের জন্য ২০২০-২০২১ অর্থবছরে বেগমগঞ্জ উপজেলায় ১৬৮ ও সোনাইমুড়ী উপজেলার ১০৬টি বীর নিবাস টেন্ডারে যায়। আর এই ঘরগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। বেগমগঞ্জ উপজেলায় ১৬৮ ঘর টেন্ডারে গেলেও অনেক জায়গায় এখনো ঘরের কাজ শেষ হয়নি। এদিকে সোনাইমুড়ীতে ১০৬...