বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। উপকূলীয় এই এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে উত্তাল সমুদ্রের ঢেউয়ে গোসলে মেতেছেন হাজারো পর্যটক। বৃষ্টিতে ভিজে চলেছে তাদের উল্লাস। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার টানা ছুটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকের আগমনে মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্রসৈকত। ইতিমধ্যে ৯০ থেকে ৯৫ শতাংশ হোটেল-মোটেল বুকিং সম্পন্ন হয়েছে। প্রাণ ফিরে পেয়েছে সৈকত এলাকা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া অনেক পর্যটকের ভ্রমণ আনন্দকে ম্লান করে দিয়েছে। কারণ বুধবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল থেকে ঝুম বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী দ্বীন ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্গাপূজার ছুটিতে হাজারো...