ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ধসে পড়া বহুতল একটি বোর্ডিং স্কুলে আর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। স্কুলটি ধসে পড়ার পর থেকে নিখোঁজ ছিল ৫৯ জন। খবর এএফপির। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করে জানান, এখন আর জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা নেই। জাভার সিদোয়ার্জো শহরে সোমবার (২৯ অক্টোবর) দুপুরে নামাজের জন্য শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় হঠাৎ করে স্কুলের একটি অংশ ধসে পড়েছিল। কয়েকদিনের উদ্ধার অভিযানের পর এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আরও ৫৯ জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুহারিয়ানতো বলেছেন, আমরা থার্মাল ড্রোনসহ উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেছি। বৈজ্ঞানিকভাবে, জীবনের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের...