হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত ছন্নুলাল মিশ্র আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী এই শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মেয়ে নম্রতা মিশ্র জানিয়েছেন, “গত ১৭–১৮ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ভোররাত প্রায় ৪টার দিকে বাসায়ই তিনি প্রয়াত হন।” শাস্ত্রীয় সংগীতের জগতে পণ্ডিত মিশ্র ছিলেন আলোকবর্তিকা স্বরূপ। তিনি শুধু গুরুগম্ভীর ধ্রুপদী সংগীতকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলেননি, বরং ভারতীয় সংগীত ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর প্রয়াত শোক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,“খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত ছন্নুলাল...