কর্নেল হক বলেন, ইউপিডিএফ পাহাড়ে চাঁদাবাজি, জোরপূর্বক সম্পত্তি দখল, অপহরণ এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ড পার্বত্যাঞ্চলের মানুষ ও প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি সতর্ক করেছেন, অঞ্চলটিকে অস্থিতিশীল করে দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক লক্ষ্য পূরণের চেষ্টা হতে পারে। তিনি বলেন, "একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এবং সেখানে চাকরি করার সুবাদে অভিজ্ঞতা থেকে বলছি এই দেশের অখণ্ডতাকে বিচ্ছিন্ন করে, এই দেশটাকে চিরতরে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের কব্জায় নেয়ার জন্য পাহাড়ে অস্থিরতার মতো ঘটনাগুলো ঘটায়। পাহাড় তো আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ।" রাওয়া চেয়ারম্যান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, কেবল...