সোনালী ব্যাংক পিএলসি-তে স্থায়ী আমানত (FDR বা MDR) স্কিমে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে গ্রাহকরা মাসিক কত মুনাফা পাবেন—এ বিষয়ে আগ্রহ বেশী। ২০২৫ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী, ব্যাংকের মুনাফার হার অনুযায়ী হিসাব করলে পাওয়া যাবে নিম্নলিখিত লাভ। ১ বছর থেকে ৩ বছর: ৮.৭৫%(হার ১১ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর। ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে।) টাকা ভাঙলে কী হবে?৩ মাসের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে মূল টাকা ফিরবে, তবে মুনাফা কমে যেতে পারে। প্রতি ৩ মাসে কি নতুন করে এফডিআর করতে হবে?না, এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়। মুনাফা উত্তোলন করা যায়, মূল টাকা পুনঃবিনিয়োগ হবে। মুনাফার হার স্থায়ী কি না?না, ব্যাংকের নীতির উপর নির্ভর করে হার পরিবর্তিত হতে পারে। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্মসনদ (যেকোনো...