২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসরকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিতর্ক তৈরি হলেও ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে—টুর্নামেন্টের আয়োজক শহর নির্ধারণে কোনো রাষ্ট্রনেতার হস্তক্ষেপের সুযোগ নেই। ফিফার সহসভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি সাফ জানালেন, ‘এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, সিদ্ধান্তও নেবে ফিফাই।’ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের যেসব শহর তার অভিবাসন ও অপরাধবিরোধী নীতির বিরোধিতা করছে, সেসব জায়গাকে তিনি ‘অসুরক্ষিত’ ঘোষণা করে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে পারেন। কিন্তু ২০২২ সালে অনুমোদিত আয়োজক পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহর, কানাডার ২টি ও মেক্সিকোর ৩টি শহরের সঙ্গে ফিফার চুক্তি চূড়ান্ত।লন্ডনে এক ক্রীড়া ব্যবসা সম্মেলনে মন্তাগলিয়ানি বলেন, ‘ফুটবল কোনো সরকারের শাসনামল বা স্লোগানের চেয়ে অনেক বড়। এ খেলাই সৌন্দর্য—এটা ব্যক্তি বা দেশ নয়, সবার ঊর্ধ্বে।’হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘যদি আমি মনে করি...