হোয়াটসঅ্যাপে এখন থেকে অপরিচিত ভাষার মেসেজ অনুবাদ করতে আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন অনুবাদ ফিচার, যা ব্যবহারকারীদের জন্য যোগাযোগকে আরও সহজ করে তুলবে। কীভাবে কাজ করবে ফিচারটি?যদি কোনো মেসেজের ভাষা ব্যবহারকারীর বোধগম্য না হয়, তাহলে সেটির ওপর লং প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। নির্বাচন করার পর মুহূর্তেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে। বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও...