ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ৮টার পর থেকে যেকোনো সময় তার ঘরের জানলার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে চুরির বিষয়টি জানতে পারেন। দুই বাড়িতে চুরির খবর শুনে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)...