ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে অবৈধ পথে যাত্রা করে দেড় বছরের বেশি সময় ধরে লিবিয়ায় বন্দি মাদারীপুরের এক যুবক। পরিবারের পক্ষ থেকে দফায় দফায় ৪৮ লাখ টাকা পরিশোধ করা হলেও তার মুক্তি মেলেনি। উল্টো আরও টাকা দাবি করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মানবপাচারকারী দালালের বিরুদ্ধে মামলা করেন। লিবিয়ায় বন্দি ওই যুবক মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আব্দুল হালিম চৌকিদারের ছেলে আসলাম চৌকিদার। তিনি চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। দেশে থাকতে দিনমজুরের কাজ করতেন। মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি গ্রামের মানবপাচারকারী দালাল জামাল প্রামাণিকের প্রলোভনে পড়েন দিনমজুর আসলাম চৌকিদার। ইতালি যাওয়ার জন্য দালালের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয়। ২০২৪ সালের ৩ জানুয়ারি বাড়ি থেকে বের হন...