প্রকৃতির অপরূপ লীলাভূমি পার্বত্য বান্দরবান। এবারের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে ঘিরে টানা চারদিনের সরকারি ছুটিতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পাহাড়ি কন্যা বান্দরবান। এই বর্ষা মৌসুমে পাহাড়ের প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। চারপাশে সবুজে মোড়ানো পাহাড় আর আঁকাবাঁকা পথে সামান্য বৃষ্টি নামলেই পাহাড়ের চূড়ায় মেঘে ভেলা দৃশ্য ধরা দেয় চোখে। আকাশ আর পাহাড় মিলেমিশে সৃষ্টি করে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যপট। বিশেষ করে প্রকৃতিপ্রেমীদের কাছে এ সময়ের পাহাড় হয়ে ওঠে অনন্য আকর্ষণ, তাইতো তারা ছুটে আসেন এই সৌন্দর্যের টানে। এদিকে সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহিংস ঘটনার কারণে পর্যটকরা সেদিক থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে আসন্ন পূজা ছুটিতে পাহাড়প্রেমী ভ্রমণপিপাসুরা বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন পর্যটন নগরী বান্দরবানকে। ইতোমধ্যেই বান্দরবানের হোটেল, মোটেল ও কটেজগুলোতে সবগুলো কক্ষ বুকিং হয়ে গেছে বলে...