আধুনিক ফ্যাশনে বাটিক প্রিন্টের জুড়ি নেই। কিশোরী থেকে শুরু করে বয়স্ক নারীরা বাটিকের বাহারি পোশাক পরতে পছন্দ করে। এমনকি ছোটদের আরামদায়ক পোশাক হিসেবে পছন্দের তালিকায় আছে বাটিকের পোশাক। সময়ের সঙ্গে বাটিকের পোশাকে এসেছে নানা রং ও ঢঙের বৈচিত্র্য। নকশায় এসেছে নতুনত্ব, সঙ্গে রয়েছে বাঙালিয়ানার ছাপ। তবে তার জনপ্রিয়তায় কোথায় ভাটা পড়েনি। আজ (২ অক্টোবর) আন্তর্জাতিক বাটিক দিবস উপলক্ষে চলুন জেনে নিই বাটিক কেন এখনো ফ্যাশনে জনপ্রিয়- বাটিকের ইতিহাস ও উৎস সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু জানা যায়নি। তবে ধরে নেওয়া হয়, বাটিকের জন্ম ইন্দোনেশিয়ার জাভা বালিতে। সমুদ্রের নীল জলরাশি কিংবা সবুজ প্রকৃতি ফুটে ওঠে বাটিকের রঙে। কারিগররা সুনিপুণ হাতে নিজস্ব সংস্কৃতিকে উপস্থাপন করেন। যে কারণে বাটিক ইন্দোনেশিয়ার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পোশাক শিল্পে আধুনিকতার সংক্রমণ ঘটলেও বংশপরম্পরায় এখনো অনেকে...