এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি লিঙ্কড লোন’ বা টেকসই ঋণ প্রদান করেছে। এই সুবিধা পেয়েছে দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড। বৃহস্পতিবার (২ অক্টোবর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনভয়ের সঙ্গে এডিবির ৩ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এটি ২০২২ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে হওয়া টেক্সটাইল উৎপাদন প্রকল্পের ধারাবাহিক অংশ। বাংলাদেশে এই প্রথম এডিবি কোনও শিল্পপ্রতিষ্ঠানকে টেকসই ঋণ দিলো। এ ঋণ হবে কর্মক্ষমতা-ভিত্তিক, যেখানে পূর্বনির্ধারিত পরিবেশগত ও টেকসই সূচক পূরণের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এনভয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে—কারখানার ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস করা। প্রাপ্ত অর্থ দিয়ে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় এনভয়ের কারখানায় নতুন সুতা উৎপাদন ইউনিট নির্মাণ করা হবে। নতুন...